Tuesday, July 3, 2018

আজকে আলোচনা করব কিভাবে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনার প্রতিষ্টানের জন্য ব্যাবহার করবেন।
এজন্য Admin Login এ ক্লিক করে আপনার Create করা Account এর ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন সফল হলে নিচের মত একটি পেইজ আসবে।

Fig: 01

এখন আপনি যদি কোন ক্লাসের ফলাফল নির্ণয়ের কাজ করতে চান তাহলে সে ক্লাসটি যদি প্রাথমিক(প্লে - ৫ম) হয় তবে Primary এ আর যদি সেকেন্ডারি(৬ - ১০ম শ্রেণী) তাহলে Secondary তে ক্লিক করলে ক্লাসের নাম আসবে, যেমন মনেকরুন আপনি প্লে ক্লাসের রেজাল্ট নির্ণয় করবেন তখন আপনি Primary তে ক্লিক করে Class Play তে ক্লিক করলে নিচের মত আসবেঃ
Fig: 02
এখন আপনার প্রতিষ্ঠান টাইপ সিলেক্ট করলে নিচের মত মেনু আসবে। এখন তেকে Entry Update এ ক্লিক করলে মার্ক এন্টি করার আপডেট এবং ডিলিট করার ৩ টি বাটন আসবে এখানতেকে Mark Entry তে ক্লিক করতে হবে।  আমি Madrasah Select করলামঃ
Fig: 03

Mark Entry তে ক্লিক করলে নতুন আরেকটি Tab এ নিচের মত একটি পেইজ আসবে।
Fig: 04
এখন Entry তে ক্লিক করলে নিচের মত একটি Window আসবে।
Fig: 05
এখন Name এর জায়গায় Student Name অ্যান্ড Roll এর জায়গায় Student Roll and Subject এর নম্বর গুলো দিয়ে Save && Calculate Button এ ক্লি করলে মার্ক গুলো Save হবে।এখন যদি তার নম্বর Update করার প্রয়োজন হয় তাহলে Update Button এ ক্লিক করে Roll দিয়ে Search করলে আগে Entry দেওয়া নম্বর গুলো দেখাবে তখন আপনি যে নম্বরটি বাড়াতে বা কমাতে চান সে নম্বরটি Edit করে Update Button a ক্লিক করলে Update হয়ে যাবে। Passed এ ক্লিক করলে পাসের তালিকা Reffard এ ক্লিক করলে Reffard এর তালিকা এবং All Result এ ক্লিক করলে এই ক্লাসের সকল ছাত্রদের পাস ফেইল এর তালিকা দেখা যাবে।

এখন মার্কশিট বানাতে চাইলে Fig: 01 চিত্রের মত অর্থাৎ Admin Panel এর যে Tab টি প্রথমে আসছিল সেই Tab এ নিচের দিকে Marksheet নামে একটি Button আছে তাতে ক্লিক করলে Make মার্কশিট নামে একটি অপশন দেখা যাবে তাতে ক্লিক করলে নিচের মত Window আসবেঃ
 এখানতেকে Class and Group Select করে Next Button এ ক্লিক করতে হবে (যদি কোন গ্রুপ না তাকে তাহলে General হবে)। এবং নিচের মত একটি পেইজ আসবেঃ

Red চিহ্নিত Field গুলো সতর্কতার সাথে পূর্ণ হলে Generate Marksheet এ ক্লিক করলে মার্কশিট Download হবে। নিচের মত।

 PDF Marksheet




Monday, July 2, 2018

আজকের আর্টিকেলে আলোচনা করব কিভাবে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম Software এ একাউন্ট Create করবেনঃ
 এজন্য এখানে ক্লিক করুন    নিচের মত করে একটি পেইজ আসবেঃ


এখন Admin Login Button এ ক্লিক করুন তখন নিচের মত একটি পেইজ আসবেঃ

 

এখনতেকে Create an Account এ ক্লিক করুন তখন নিচের মত একটি পেইজ আসবেঃ

 
নিচের মত করে পূরন করতে হবে 
 
প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে উপরোক্ত ফরমটি পূরন করে Register Button এ ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি একাউন্ট হয়ে যাবে। এবং একটি কনফার্ম Message দেখা যাবে এবং নিচের মত একটি পেইজ আসবেঃ
বিঃদ্রঃ একটি ই-মেইল দিয়ে একবার একাউন্ট Create করা হলে উক্ত ই-মেইল দিয়ে দ্বিতীয়বার আর একাউন্ট ক্রিয়েট করা যাবে না।  

তার পর Login Button a Click করে আপনার Email and Password দিয়ে Login করলে আপনার Admin Panel এ Login হবে।  
এবং নিচের মত একটি পেইজ আসবে 


এডমিন প্যানেলের কাজ সম্পর্কে আগামী পর্বে আলোচনা করা হবে।  
ধন্যবাদ সাথে তাকার জন্য।